Home কিশোরগঞ্জ তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে ভৈরবে বিএনপির প্রতিবাদ সভা

তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে ভৈরবে বিএনপির প্রতিবাদ সভা

1

তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরনের প্রতিবাদে ভৈরবে বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবাব (১৪ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দূর্জয় মোড়ে ভৈরব উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন ভৈরব উপজেলা যুব দলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, পৌর যুবদলের আহবায়ক হানিফ মাহমুদ, পৌর যুবদলের সদস্য সচিব জোবায়ের আল মাহমুদ আফজাল, উপজেলা ছাত্র দলের আহবায়ক রেজোয়ান উল্লাহ, সদস্য সচিব আরিফ মাহমুদ ফরহাদ পৌর ছাত্রদলের সদস্য সচিব মুকিত আব্দুল্লাহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়াজ মোর্শেদ আঙ্গুর, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি কুচক্রী মহল কটুক্তি ও মিথ্যাচার করে চালাচ্ছে। বিএনপির সুনাম ক্ষুন্ন করে ঘোলা পানিতে মাছ স্বীকারের চেষ্টা করছে। তাছাড়া বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ষড়যন্ত্র করছে। তাদের এ চক্রান্ত সফল হতে দেয়া যাবেনা। তাই বিএনপির দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। প্রতিবাদ সভা শেষে বিভিন্ন স্লোগানে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভৈরব শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here