আদালত সূত্র জানিয়েছে, এ অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বাজারে অবস্থিত তাসিন ফুডকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ ব্যবহারের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও অননুমোদিত রঙ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
কটিয়াদী উপজেলার গচিহাটা বাজারে অবস্থিত চাঁদ ফুড প্রোডাক্টসকেও অস্বাস্থ্যকর পরিবেশ, অননুমোদিত রঙ ব্যবহার এবং নিরাপদ খাদ্য আইনের অন্যান্য ধারা লঙ্ঘনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অননুমোদিত রঙ জব্দ ও ধ্বংস করা হয়েছে।
পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি বাজারের সোনার মদিনা ফুড প্রোডাক্টসকে অনিবন্ধিত অবস্থায় খাদ্য উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের হোযাইফা বেকারিকে পচা ডিম ব্যবহার, অননুমোদিত রঙ ব্যবহার এবং অন্যান্য অপরাধের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল ও পুলিশ, র্যাব এবং আনসার সদস্যরা সহযোগিতা করেছেন।