Home কিশোরগঞ্জ ভৈরবে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

ভৈরবে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

2

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে শহরের কমলপুর এলাকায় এ অভিযান চালান বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান, ভৈরবের দুটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here