Home কিশোরগঞ্জ জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমাম কটিয়াদী মডেল মসজিদের মাওলানা কামাল উদ্দিন

জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমাম কটিয়াদী মডেল মসজিদের মাওলানা কামাল উদ্দিন

1

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ কামাল উদ্দিন জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমামের গৌরব অর্জন করেছেন। রবিবার (২৯ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁকে জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমাম হিসেবে পুরস্কৃত করা হয়।

জাতীয় হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমাম মাওলানা মোঃ কামাল উদ্দিনের হাতে স্বীকৃতিস্বরূপ নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের বিজয়ী ৩ গ্রুপের ৯ জন করে প্রতিযোগী এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে জাতীয় পর্যায়ে ৩ জন শ্রেষ্ঠ ইমাম, বিভাগীয় পর্যায়ে ২৪ জন, জেলা পর্যায়ে ১৯২ জন ইমাম এবং ৬৪ জন শ্রেষ্ঠ খামারী ইমামকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

কটিয়াদী মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ কামাল উদ্দিন জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমামের গৌরব অর্জন করায় কটিয়াদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here