কিশোরগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা

4

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে পাঁচ প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২৮ জুন) জেলার কটিয়াদী, কুলিয়ারচর ও ভৈরবে কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালত পৃথক অভিযান এই জরিমানা করেন।

বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নিরাপদ খাদ্য আইনে এ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, দুপুরে কটিয়াদী উপজেলা সদরের কটিয়াদি বাসস্ট্যান্ড এলাকার ভোজন রেস্টুরেন্টে অভিযান চালান আদালত। এ সময় অস্বাস্থ্যকর  পরিবেশ এবং পচা মিষ্টি সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা অর্থদণ্ড করেন।

কুলিয়ারচর উপজেলার জাকির ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মোড়কে অগ্রীম উৎপাদনের তারিখ দেওয়ার অপরাধে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

একই দিন ভৈরব উপজেলার উত্তর ভৈরবপুর এলাকার চাঁদনি বেকারিকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট সংরক্ষণের দায়ে এক লাখ টাকা, উত্তর ভৈরবপুর এলাকার বুশরা ফুড অ্যান্ড বেভারেজকে নিবন্ধন ব্যতীত খাদ্য পণ্য উৎপাদনের দায়ে এক লাখ টাকা, ঘোড়াকান্দা এলাকার মালেক ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশ  ও নিবন্ধন ব্যতীত খাদ্য উৎপাদনের দায়ে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ ছাড়া বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।

কিশোরগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, জেলা পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here