কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামিনের কেওয়ার জোড় ইউনিয়নে সরকারি ভিজিএফের চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ওসমান হোসেন ও ইউপি সচিব মোহাম্মদ আলমগীর হোসেনকে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইটনা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল কাফির ২৭ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে দুজনকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণে সময় জনপ্রতি ১ হাজার টাকা আর্থিক লেনদেন করেছে প্যানেল চেয়ারম্যান এবং ইউপি সচিব—এমন খবর ছড়িয়ে পড়ে চারদিকে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে যৌথ বাহিনী। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দুইজনকে আটক করে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেনাবাহিনী দুইজনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে জব্দকৃত চাল উদ্ধার প্রক্রিয়াধীন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।