Home কিশোরগঞ্জ ভিমরুলের কামড়ে নারীর মৃত্যু

ভিমরুলের কামড়ে নারীর মৃত্যু

2
ভিমরুলের কামড়ে নারীর মৃত্যু

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হেপি আক্তার হোসেনপুর বাজারের ব্যবসায়ী কাঞ্চন মিয়ার স্ত্রী ও দুই সন্তানের মা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে হেপি আক্তার ছাগলের খাবারের জন্য বাড়ির পাশের গাছ থেকে পাতা সংগ্রহ করছিলেন। এ সময় ভিমরুলের একটি দল তাকে কামড়াতে শুরু করে। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্বামী কাঞ্চন মিয়া বলেন, মঙ্গলবার বিকেলে আমার স্ত্রী ছাগলের খাবারের জন্য গাছের পাতা সংগ্রহ করতে যায়। পরে বাড়ির পাশের গাছ থেকে পাতা পাড়ার সময় ঝাঁকে ঝাঁকে ভিমরুল উড়ে এসে কামড়াতে শুরু করে। এ সময় তার চিৎকার শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। পরে আজ বুধবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ভিমরুলের কামড়ে গৃহবধূর মৃত্যুর খবর শুনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন করেছেন স্বজনরা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here