ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

9

কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্র-জনতা।

শনিবার (১৯ জুলাই) বিকেলে পৌর শহীদ মিনার চত্বরে ছাত্র-জনতার ব্যানারে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারের দাবিতে এ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজুয়ান উল্লাহ, গোলাম মহিউদ্দিন, জুলাই আন্দোলনের অন্যতম নেতা জাহিদুল ইসলাম, মো. অনন্ত, আলিফ সরকার রিসান, নূরে আলম নিলয় প্রমুখ।

বক্তারা বলেন, ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে কমিটি হয়েছে। কিন্তু যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের কাউকে কমিটিতে রাখা হয়নি। আজ যারা কমিটিতে রয়েছে তারা একটি নির্দিষ্ট দলের হয়ে মাঠে কাজ করছেন। এ সময় বক্তারা এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। বক্তারা জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here