সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠন।
শনিবার (১৯ জুলাই) বিকালে হোসেনপুরে উপজেলা সদরের দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, পৌর বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
পরে নয়াবাজার এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি হোসেনপুর বাজারের বিভিন্ন সড়ক ঘুরে হাসপাতাল মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন।
এ সময় বক্তারা বলেন, ‘জামায়াত-শিবির বিএনপির ছায়াতলে থেকে এতদিন রাজনীতি করেছে। কিন্তু এখন সময় বুঝে তারা নানা ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার অপচেষ্টা করছে। কিন্তু তাদের এ প্রচেষ্টা সফল হবে না। দলীয়ভাবে তাদের বিভিন্ন অপকর্মের জবাব দেওয়া হবে।’