কিশোরগঞ্জে কৃষি জমি থেকে কৃষকের মরদেহ উদ্ধার

1

সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের কাজীর মোড় বাজারের পাশে কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আসমত আলী পূর্ব গোবরিয়া ফালু মাস্টারের বাড়ির মৃত সাহেব আলীর ছেলে।

পুলিশ জানায়, আসমত আলীর পরিবারের লোকজন ঢাকায় থাকেন। তিনি বাড়িতে কৃষি কাজ করেন। রোববার (১৩ জুলাই) থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সোমবার বাড়ির পাশে একটি কৃষি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘পুলিশের প্রাথমিক ধারণা, রোববার দিনের কোনো এক ভাগে কৃষি কাজ করার সময় কৃষক মো. আসমত আলী বজ্রপাতে মারা যেতে পারেন। তবে তদন্ত চলছে, তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here