সৌদি প্রবাসীর বাড়িতে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ৫

4

কিশোরগঞ্জের ভৈরবে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে এক সৌদি প্রবাসীর বাড়ি থেকে নারীসহ পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ফাইল ছবি

শুক্রবার (২৭ জুন) রাত  ১১টার দিকে পঞ্চবটি নতুন রাস্তা এলাকার সৌদি প্রবাসী আরমান মিয়ার ভাড়া বাড়ি থেকে তাদের আটক করে মাদকবিরোধী আমাদের চেষ্টা সংগঠনের লোকজন ও এলাকাবাসী।


আটকরা হলেন: উপজেলার নতুন রাস্তা এলাকার রায়হান মিয়ার স্ত্রী (২০), কলাবাগান এলাকার শাহিন মিয়ার স্ত্রী (২২), নতুন রাস্তা এলাকার রতন মিয়ার স্ত্রী (৩৮), চন্ডিবেড় এলাকার পিন্টু মিয়ার ছেলে সোহান মিয়া (২২) ও তার বন্ধু (অজ্ঞাত)।


পঞ্চবটি বউবাজার এলাকার আমাদের চেষ্টা নামক মাদকবিরোধী সংগঠনের সভাপতি ওমর মোহাম্মদ অপু বলেন, গত ৫ আগস্টের পর থেকেই শুনে আসছি এ বাড়িটিতে অসামাজিক কাজ চলছে। আমাদের লোকজন এ বাড়িতে  নজরদারি শুরু করে। শুক্রবার সংগঠনের লোকজন ও এলাকাবাসীর সহযোগিতায় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় দুই যুবক দুই নারী ও ঘরের মালিক নেহারকে আটক করা হয়। এ সময় মাদক সেবনের বেশ কিছু উপকরণ তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে। পরে পুলিশে খবর দিলে শহর ফাঁড়ির এটিএসআই সঙ্গীয় ফোর্সসহ এসে তাদের থানায় নিয়ে যায়।
আটকরা বলেন, পাশের বাড়ির নুর আমিন আমাদের খদ্দের এনে দেন। জীবিকার তাগিদেই এ কাজে আসতে হয়েছে।

এ বিষয়ে বাড়ির কেয়ারটেকার আনোয়ার হোসেন বলেন, ‘আমি খোঁজ খবর নিয়েছি। প্রমাণের অভাবে তাদের বাড়ি থেকে বের করিনি। পরবর্তী সময়ে তাদের আর এই বাড়িতে থাকতে দেবো না।’

শহর ফাঁড়ির এটিএসআই মজনু মিয়া বলেন, ‘খবর পেয়ে অমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আটকদের থানায় নিয়ে যাই। অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আটকদের বিরুদ্ধে ২৯০ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here