ভিপি নুর ও কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ, সড়ক অবরোধ

2

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি করেছে গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগস্ট) দুপুরে গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল করার সময়ে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখেন। এছাড়া সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

এ সময় সড়কে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ে। অনেকেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছুতে বিকল্প সড়ক ব্যবহার করেন।

দুপুর ১২টার দিকে শহরের পুরানথানা এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কর্মসূচিতে সংহতি জানান।

পরে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ী মোড়ে সড়ক অবরোধ করে। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

কর্মসূচি পালন করার সময় বিক্ষোভকারীরা সেনাবাহিনী ও পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ নেতৃত্ব দেন।

এতে বিভিন্ন পর্যায়ের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here