পাকুন্দিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

5

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের বেড়িবাঁধ এলাকায় নৌকা ডুবে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী নীহা আক্তারের (৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন তার মরদেহ দেখতে পান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে মরদেহটি উদ্ধার করে।

গতকাল শুক্রবার সন্ধ্যার কিছু আগে একই ঘটনায় নিখোঁজ হওয়া নীহার বড় বোন নীলা আক্তারের (১৭) মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় তাদের মা নীপা আক্তার ও বাবা আবদুর রহমান আহত অবস্থায় উদ্ধার হন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমান তাঁর স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বেড়াতে যান পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায়। সেখান থেকে একটি নৌকা ভাড়া নিয়ে ব্রহ্মপুত্রে ঘুরছিলেন তাঁরা। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা এসে তাঁদের নৌকাটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় আবদুর রহমান ও তাঁর স্ত্রীকে উদ্ধার করা গেলেও তাঁদের দুই মেয়ে নদীতে নিখোঁজ হয়। পরে সন্ধ্যার দিকে গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী নীলা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী নীহা আক্তার রাতভর নিখোঁজ ছিল। আজ সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হলো।পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, একটি পরিবারের দুটি সন্তানের এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। বেড়িবাঁধ এলাকায় কয়েক দিন ধরে অনেক মানুষ ঘুরতে আসছেন এবং ছোট নৌকা ও স্পিডবোটে করে নদীতে ঘোরাঘুরি করছেন। এর আগেও এ এলাকায় দুর্ঘটনা ঘটেছে। তাই আজ শনিবার থেকে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের নিরাপত্তার কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত। আশা করছি স্থানীয় বাসিন্দারাসহ অন্য এলাকার লোকজনও প্রশাসনের এ কাজে সহায়তা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here