অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে রেলওয়ের কোটি টাকার গাছ

3

কিশোরগঞ্জে রেললাইনের পাশে ভেঙে পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার গাছ। অনমুতি না থাকায় এসব গাছ বিক্রি করা যাচ্ছে না। অন্যদিকে স্থানীয়রাও ব্যবহার করতে না পারায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ে গাছগুলো রোদ ও বৃষ্টিতে নষ্ট হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৩০ বছর আগে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় রেললাইনের দুই পাশে আকাশি, মেহগনি, কড়ইসহ নানা প্রজাতির বনজ গাছ রোপণ করা হয়। তবে এরপর আর গাছগুলোর সংরক্ষণ বা তদারকি দেখা যায়নি। সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠা এসব গাছ প্রায়ই নানা দুর্যোগে পড়ছে। তবে কোনো অনুমতি না থাকায় এসব গাছের কোনো ব্যবহার হচ্ছে না, অবহেলায় নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার গাছ।

ভৈরব-কিশোরগঞ্জ রেলপথে কিশোরগঞ্জ স্টেশন থেকে নীলগঞ্জ পর্যন্ত এলাকা ঘুরে দেখা গেছে, রেললাইনের দুই পাশে পড়ে আছে গাছ। কোনোটি এখনও সতেজ, কোনোটি প্রায় শুকিয়ে গেছে, আবার অনেক গাছ নষ্ট হয়ে মাটিতে মিশে গেছে।
 
স্থানীয়রা জানান, ঝড়-বৃষ্টিতে মাঝেমধ্যেই লাইনের ওপর ভেঙে পড়ে গাছ। ট্রেন চলাচলের সুবিধার্থে এগুলো কেটে পাশে ফেলে রাখা হয়। এরপর আর কেউ খোঁজ নেয় না গাছগুলোর। এভাবেই বছরের পর বছর মাটিতে পড়ে থেকে বিনষ্ট হচ্ছে রেলওয়ের লাখ লাখ টাকার মূল্যের গাছ। যেন দেখার কেউ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here