কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এক নারী শিক্ষিকাকে স্কুলে ঢুকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে।
এ ঘটনায় বুধবার (০৩ সেপ্টেম্বর) কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষিকা।
ঘটনার পর থেকে স্থানীয় শিক্ষক ও সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে। এর আগে গতকাল মঙ্গলবার সকালে কুলিয়ারচর উপজেলার বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষিকা মিতালী চক্রবর্তী বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে স্কুলে প্রবেশ করে রামদি গ্রামের মৃত ফজরুল হকের ছেলে মোঃ এনামুল হক (৪৭) ও তার স্ত্রী মোছাঃ বিলকিস আক্তার সুমা ভুক্তভোগী শিক্ষিকার সঙ্গে পূর্ব বিরোধ বিষয়ে কথা বলতে যায়। এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে ক্ষিপ্ত হয়ে শিক্ষিকার ওপর হামলা চালায় তারা।
অভিযোগের বিষয় জানতে চাইলে মোঃ এনামুল হক বলেন, পূর্বের বিষয় নিয়ে আলোচনা এক পর্যায়ে তর্ক হয়েছে সত্যি, কিন্তু মারধরের ঘটনা বাড়িয়ে বলা হচ্ছে। উল্টো শিক্ষিকা আমাদের নাজেহাল করেছেন।
শিক্ষিকা মিতালী চক্রবর্তী বলেন, প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালায়। তারা বিদ্যালয়ে ঢুকে আমার গায়ে হাত দিয়ে কাপড় ছিঁড়ে ফেলে আমাকে লাঞ্ছিত করে। যা একজন শিক্ষক ও নারী হিসেবে চরম অবমাননাকর। এ সময় খবর পেয়ে আমার স্বামী আসলে তাকেও এলোপাতাড়ি মারপিট করে তারা। পরে বিষয়টি মীমাংসার নামে আমাকে জোর করে থানায় যেতে দেয়নি।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।